নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রান্তিক কৃষকদের সেচ সুবিধা দিতেই সরকারি মুহুরী ইরিগেশন প্রকল্প নিয়ে বাংলাদেশ কাজ করছে জার্মানির ঠিকাদারি প্রতিষ্ঠান লুডউইং পাইফার।
৬ জুন ফুলগাজী সদরের উত্তর শ্রীপুর গ্রামের নাপিত কোনা অংশে আবারও মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় লোকালয়। পানির তীব্র স্রোতে গাছপালাসহ ভিটেবাড়ি হারায় একাধিক পরিবার।
ভুক্তভোগীরা জানান, রাত ১১ টার দিকে সরকারি সেচ প্রকল্পের জন্য বসানো পাইপের পাশ থেকে পানি চুকিয়ে পরে পাশে বালু সরে গিয়ে এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আমরা অনেক চেষ্টা করেও কোন ভাবে রক্ষা করতে পারিনি। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কে ফোন করা হলেও তারা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি। রাতের অন্ধকারে গাছপালাসহ বাড়ির একাংশ পানি স্রোতে ভেসে গেছে।
তবে বাঁধ ভাঙ্গার খবর পাওয়ার সাথে সাথেই মধ্যরাতে ঘটনাস্থলে হাজির হন লুডউইং পাইফার
প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সকাল না হতেই তিনটি ভেকু, ১০টি ট্রাক ও ৮৫ জন শ্রমিক নিয়ে মেরামত কাজে লেগে পড়েন। আগামী দু’দিনের মধ্যেই তাদের মেরামত কাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তারা।
লুডউইং পাইফার প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার গোপাল চন্দ্র দাস জানান, সেদিন মুহুরী নদীতে বিপদসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হয়েছে। পানির অতিরিক্ত প্রেসারে বেড়িবাঁধ অংশে ছোট ছোট ছিদ্র হয়ে পরবর্তীতে বড় আকার ধারণ করে এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। গত তিনদিন আমরা প্রায় ৩০০ শ্রমিক দিয়ে এখানে কাজ করছি।
সরকারিভাবে অথবা পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো বরাদ্দ এখন পর্যন্ত দেয়া হয়নি। তবে এই মেরামত কাজের সকল অর্থই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যয় করা হচ্ছে। নির্দিষ্ট কোনো বরাদ্দ না থাকলেও প্রায় ২৫-৩০ লাখ টাকার মতো খরচ হবে এ মেরামত কাজ সমাপ্ত করতে। প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার স্লাদেন ব্লিচ, প্রকৌশলী হারুনুর রশীদসহ ১২ জন প্রকৌশলীসহ সার্বক্ষণিক এ কাজের তদারকি করা হচ্ছে। আগামী দু’দিনের মধ্যেই কাজ সম্পন্ন শেষ হবে।