মন্তব্য প্রতিবেদন : সরকারের একান্ত প্রচেষ্টায় গত কয়েক বছরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রয়েছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহক যেমন বেড়েছে; তেমনি বিদ্যুৎ ব্যবহারে ঝামেলাও বেড়ে গেছে।
দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, ভুতুড়ে বিলসহ নানা সমাস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। বিশেষ করে, বিল সংক্রান্ত ঝামেলা যেন বেড়েই চলেছে। এর মধ্য বিদ্যুৎ কর্তৃপক্ষ বিলের সঙ্গে মিটার ভাড়াও সংযোজন করে দিয়েছে।
যদি তারা মিটার ভাড়া নিতে পারে, তাহলে যে ব্যক্তির জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে; তাকে সেই খুঁটির ভাড়া দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ, যার জায়গায় বিদ্যুতের খুঁটি থাকে; অনেক সময় তার অনেক সমস্যা হয়।
বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ : যদি আপনারা প্রতিমাসে মিটার ভাড়া নিতে পারেন, তবে কেন মাসে মাসে বিদ্যুতের খুঁটির ভাড়া দেবেন না?