নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর পরশুরাম উপজেলার রামপুরে একই দোকানে তৃতীয়বার চুরির ঘটনা ঘটেছে, নগদ টাকাসহ ১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।
২৯ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে রামপুরা এলাকার শাহিন স্টরে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক শাহীন জানান, গভীর রাতে দোকানের দরজার তালা কেটে-ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, বিদ্যুৎ বিলের ১৩ হাজার টাকা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দুধ, চিনি, চা পাতা, তৈলসহ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য সামগ্রী নিয়ে যায়।
তিনি আরও বলেন, টানা তৃতীয়বারের চুরির ঘটনায় সর্বস্ব হারিয়ে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ জানান, এপর্যন্ত দোকানটি তিনবার চুরি হয়েছে। তবে এবার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানদার। ইতিমধ্যে এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আশা করছি প্রশাসন জোরালো পদক্ষেপ নিবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরশুরাম থানা পুলিশের এসআই মোহাম্মদ সেলিম। এ ঘটনায় পরশুরাম থানায় অভিযোগ অভিযোগে দায়ের করা হয়েছে।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন জানান, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।