নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে ভারতীয় হাইকমিশনে প্রশাসনিক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে মামা ভাগ্নে।
জানা যায়, উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের অজিত রঞ্জন পালের ছেলে রুহুল পাল (২৫) কে ভারতীয় হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন প্রতারক মামা ভাগ্নে।
এ ঘটনায় ২ প্রতারককে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পরশুরাম উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বীরেন্দ্র কুমার সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৪৫)।
ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া (বনিকপাড়া) বিপ্লব দত্ত’র ছেলে বিমান কান্তি দত্ত (২৪)।
সূত্র জানায়, মামা গোপাল চন্দ্র সরকার ও ভাগ্নে বিমান দত্ত যোগসাজশে ভারতীয় হাইকমিশনের সীল ও স্বাক্ষর জাল করে চাকরিপ্রার্থীকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে।
স্থানীয়রা বলছেন, বিমান কান্তি দত্তের বিরুদ্ধে এছাড়াও প্রায় ১২-১৪টি এ ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও বিমান কান্তি দত্ত তার প্রথম স্ত্রীর বোনকে চাকরি দেয়ার লোভ দেখিয়ে শ্বশুরের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বেশ কয়েকটি মামলা ইতিমধ্যে চলমান রয়েছে।
জানা গেছে, বিমান কান্তি দত্ত বাংলাদেশ জেল পুলিশে কর্মরত ছিলেন, সেখানেও বেশ কিছু অভিযোগের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, চাকরির লোভ দেখিয়ে ভুয়া নিয়োগপত্র পাঠিয়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুই জনকে আটক করা হয়েছে। এ মামলায় আরেকজন আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যান্য অভিযোগসহ বিস্তারিত তথ্য ফুলগাজী নিউজ ডটকমে প্রকাশিত হবে। সকল আপডেট নিয়মিত পেতে চোখ রাখুন ফুলগাজী নিউজ ডটকমের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে।