ফুলগাজী প্রতিনিধিঃ ফেনী-পরশুরাম সড়কে কাজিরবাগ এলাকায় মালবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী ফেনী কলেজের ছাত্র তৌফিকুল ইসলাম রায়হান।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর বুধবার সকালে ফেনী থেকে প্রাইভেট পড়া শেষে ডিসকভার একটি বাইক নিয়ে ফুলগাজীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল রায়হান। ফেনী সদর উপজেলার কাজিরবাগ নামক স্থানে বিপরীত থেকে আসা মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তৌফিকুল ইসলাম রায়হান (২৫) ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামের নুরুল আফছার মন্টুর ছেলে। রায়হান আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং বর্তমানে ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স ৩য় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০১৭-১৮) শিক্ষার্থী।