নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ছাগলনাইয়ায় চুরি, ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ১৭ মামলার আসামি জসিম উদ্দিন (৫৫) গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
জানা যায়,গ্রেপ্তারকৃত জসীম উদ্দিন ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই শনিবার রাতে অভিযান চালিয়ে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, মাদক, মারামারি সহ ১৭টি মামলার আসামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।