বিশেষ প্রতিনিধিঃ ফেনীতে ৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই বুধবার ফেনী মডেল থানার এলাকার সহদেবপুর লাইনের পাশে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ১/ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে রিয়াজুল আলম প্রঃ জাম্বু প্রঃ ইলিয়াস(৪০),
২/ ফেনী সদরের শাহজাহানপুর এলাকার মোঃ ইউসুফ’র ছেলে মোঃ রিয়াদ(২৭), ৩/পরশুরাম উপজেলার অনন্তপুর অনন্তপুর শাহ আলমের ছেলে
কবির হোসেন প্রঃ সোহেল রানা প্রঃ টুম্পা(২৩)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।