নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে দিনব্যাপী মরহুম আজিজুল হক চেয়ারম্যানের স্মরনে ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর যেয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন (রবিবার) ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মরহুম আজিজুল হক চেয়ারম্যানের হাতে গড়া কর্মী নুরুল ইসলামের উদ্যোগে সকালে কোরআন খতম, কবর যেয়ারত, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ফেনী জেলা পরিষদের সদস্য হাজী জামালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও বিকালে ফুলগাজী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও মরহুমের স্মৃতিচারন করে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সদস্য হাজী জামাল,
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহিম মনু, যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ মিন্টু, মরহুম আজিজুল হক চেয়ারম্যানের ছেলে আনিসুল হক সোহেলসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধায় মাওলানা আবুল কাশেমের মোনাজাতের মধ্য দিয়ে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।