এই রাষ্ট্রের সরকার, রাজনীতিবিদ, পুলিশ, বিচার-বিভাগসহ সব নীতি নির্ধারকদের কাছে আমার একটা প্রশ্ন আছে। গত কয়েকবছর ধরে নানা খবর দেখি আর মনে মনে ভাবি, এই দেশের ৯৯ ভাগ মানুষ যেখানে বেঁচে থাকার কিংবা একটু ভালো থাকার জন্য অবিরাম লড়াই করছে তখন আরেকদল লোক দুর্নীতি আর নানা অপকর্ম করে, ব্যাংক লুট করে, ধান্দাবাজি করে কোটি কোটি টাকা আয় করছে। শতকোটি থেকে হাজার কোটি টাকা তাদের কাছে কিছু না। হাজার হাজার কোটি টাকা লুট বা পাচার করলেও তাদের কেউ কিছু করতে পারে না।
এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, আমি আমার জীবনে এই রাষ্ট্রে এক টাকার দুর্নীতিও করিনি। উপকার করা ছাড়া এই রাষ্ট্রের এতোটুকু ক্ষতি করিনি। অবশ্যই আমার যে পেশা এবং আয় তা দিয়ে ন্যূনতম ক্ষতি করার সুযোগও নাই। তাহলে কেন আমাকে দুর্নীতিগ্রস্ত দেশের নাগরিকের তকমা নিতে হবে? কেন হাজার কোটি টাকা লুটপাট দেখতে হবে? কেন কোটি কোটি টাকা পাচারকারীদের গ্রেপ্তার করা হবে না? কেন ব্যাংক লুট বন্ধ হবে না? কেন দিনের পর দিন দেশটা অনিয়মের আখড়ায় পরিনত হবে?। গতকাল ক্যাসিনো কাণ্ডে জড়িত দুই ভাইয়ের বাসা থেকে নগদ ২০-২৫ কোটি টাকাসহ বিপুল পরিমাণ গয়না উদ্ধার করেছে র্যাব। এরা একদিনে গড়ে ওঠেনি বা এককভাবেও তৈরি হয়নি। এরা প্রভাবশালী রাজনৈতিক এমপি-মন্ত্রীর ক্ষমতায় তৈরি হয়েছে এবং তাদের মাধ্যমে কোটি কোটি টাকা বানিয়েছে।
ক্ষমতাসীনদের কাছে আমার প্রশ্ন, টানা ১২ বছর ক্ষমতায় থেকেও আপনারা কেন এই রাষ্ট্রের দুর্নীতি-লুটপাট বন্ধ করতে পারছেন না? কেন বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে? এরা কারা? কতোজন আপনাদের দলের নেতাকর্মী? কতোজনই বা আমলা-ব্যবসায়ী? আচ্ছা দেশে তো কোন বিরোধী দল নেই। কেউ আপনাদের কোন কাজে বাঁধা দিচ্ছে না। তাহলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারছেন না কেন? জঙ্গি দমনের মতো কঠিন কাজ করতে পারলে দুর্নীতি-লুটপাট কেন বন্ধ করতে পারছেন না? ১২ বছর ক্ষমতায় থেকেও না পারলে আর কতোদিনে পারবেন?
আপনাদের দোহাই লাগে, শুধু মুখে মুখে না বাস্তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করেন। আর শুরুটা নিজেদের দল থেকেই। গত ১২ বছরে কারা কারা অনিয়ম করে কোটি টাকা কামিয়েছে তাদের তালিকা করুন, বিচার করুন। দুর্নীতি-লুটপাট বন্ধ করুন। রাষ্ট্রের একজন সৎ নাগরিক হিসেবে এই চাওয়াটা নিশ্চয়ই অন্যায় নয়!? । ©®