মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : দু’দিন আগে হারিয়ে যাওয়া ছেলে কে মায়ের কোলে ফিরিয়ে দিল বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সদস্যরা। হারিয়ে যাওয়া ছেলেটির নাম মোঃ আশ্রফুল (১১)।সে উত্তর কুহুমা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ও উত্তর কুহুমা গ্রামের সূফী বাড়ির মোহাম্মদ উল্লার ছেলে ।
ছেলেটির ভাষ্যমতে, তাকে অপরিচিত একটি ছেলে বাড়িতে পৌঁছে দিবে আশ্বাস দিয়ে শান্তির বাজার থেকে ছাগলনাইয়া নিয়ে আসে। তারপর অপরিচিত ছেলেটি হটাত করে রহস্যজনক ভাবে পালিয়ে যায়। এতে করে ছেলেটি একা হয়ে পথে পথে ঘুরেতে থাকে । রাত ৮টার দিকে ছাগলনাইয়ার কলেজ রোডে আশরাফুল একা একা ঘুরতে দেখে ওইখানে আড্ডারত বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সদস্যরা তাকে ডেকে বাড়ির কথা জিজ্ঞেস করা হয়। তখন ছেলেটি বলে আমি সারাদিন কিছু খাই নাই। তখন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সদস্যরা তাকে মন যাহা চায় তাহা খাইতে বলে। তখন আশরাফুল কেক জুজ খায়। এরপর রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল আশরাফুল বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা, ফেনী জেলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির আশরাফুল কিছু ফল ক্রয় করে দেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উপদেষ্টা ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, যুগ্ম-সাধারন সম্পাদন জালাল হোসেন মজুমদার আসিব, সদস্য সোহরাব হোসেন তারেক প্রমুখ ।
আশ্রফুল’র পিতা মোহাম্মদ উল্লাহ ছেলেকে ফিরে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার ছেলে আমার উপরে রাগ করে গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার পালিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে গিয়ে অনেক খোঁজ খবর নিই কিন্তু কোথাও আশ্রফুলের খোঁজ খবর পাইনি । রাত আপনার কল পেয়ে আমাদের মনের মধ্যে স্বস্তি ফিরে আসে । আপনাদের বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সকল সদস্যদেরকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি । মহান আল্লাহ আপনাদের ভালো করুক ।