আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ২০১৯ ইং ১৪৪০ হিজরীর দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে হাইয়াতুল উলয়া কর্তৃক প্রণীত সারাদেশের চল্লিশ জনের(পুরুষ) মেধাতালিকার যৌথভাবে ২১তম স্থান অধিকার করেছে ফেনীর ছাগলনাইয়ার আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলূমের নিয়মিত ছাত্র মুহা. আলতাফ আলম। সে জামাতে হাফতুম (ষষ্ঠ শ্রেণী) থেকে জামেয়া আজিজিয়ায় অধ্যায়ন করে আসছে। সে ছাগলনাইয়ার থানার পূর্ব কাশীপুর গ্রামের মুহা. আরিফের ছোট ছেলে।
মুহা. আলতাফের এমন ঈর্ষণীয় ফলাফলে তার প্রতিষ্ঠান জামেয়া আজিজিয়া পরিচালক মাও.রুহুল আমীন ও সহকারী পরিচালক মাও শাহাদাতুল্লাহ বলেন,”আমরা তার এই ফলাফলে আনন্দিত ও গর্বিত। ছাত্রদের শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। আল্লাহর নিকট আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি।” জামেয়ার শিক্ষা পরিচালক মুফতী জাবের কাসেমী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে আমাদের সবরকম চেষ্টা অব্যাহত থাকে। ভাল ফলাফলে উৎসাহী করতে আমরা বিভিন্ন পুরস্কার ইত্যাদির ব্যবস্থা করে থাকি।”
মুহা. আলতাফ জানান, তিনি ভবিষ্যতে মদীনা বিশ্ববিদ্যালয় কিংবা মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করতে আগ্রহী। এতে অসফল হলে দেশে উচ্চতর হাদীস শাস্ত্র উলুমুল হাদীস নিয়ে পড়ার আশা রাখেন তিনি।
জামেয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাও. তৈয়ব উল্ল্যাহ নাসিম ও সেক্রেটারি সৈয়দ মাও.হাবিব উল্লাহ বেলালী এক বিবৃতিতে মুহা. আলতাফের এমন ফলাফলে তাকে ও জামেয়া কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য ফেনীতে একমাত্র জামেয়া আজিজিয়াই এবার মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে। এবারে কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন।