প্রকৌশলী সাইফুল ইসলাম,ঢাকাঃ রাজধানীর সড়ক গুলো সর্বদাই ব্যস্ত থাকে,কখনো ধীর গতি,কখনো দ্রুতবেগে ছুটে চলে যানবাহনগুলো। রাজধানীর ব্যস্ত সড়কগুলোর মাঝে অন্যতম একটি সড়ক হলো প্রগতি স্বরণী রোড়টি।এই রাস্তার রামপুরা ব্রীজের পর হতে মালিবাগ পর্যন্ত (উভয়ই প্বাশেই) অংশটি গত বছর ওয়াসার ড্রেনেজ সিষ্টেম উন্নতির জন্য নতুন পাইপ বসানো হয়,ড্রেইনগুলো পরিষ্কার করার জন্য নির্দ্দিষ্ট পরিমান দূরত্বে অনেকগুলো ম্যানহোলও রাখা হয়েছে এবং ম্যানহোলের ঢাকনাও লাগানো হয়েছে।
এই পর্যন্ত ঠিকই ছিলো। কিন্তু সমস্যা হলো রাস্তা কার্পেটিং পর রাস্তা উচু হওয়াতে ম্যানহোলের কাভারগুলো রাস্তার লেভেল হতে কিছুটা নিচে নেমে বিপদজনক গর্তের সৃষ্টি হয়েছে।
দূর্ঘটনা ঘটলেও কতৃপক্ষ এই ব্যাপারে সম্পূর্ন বেখেয়াল।কেননা এই পরিস্থিতি গত কয়েকমাস ধরে চলে আসলেও সড়ক বিভাগ বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ব্যাপারে কোন প্রদক্ষেপই গ্রহন করছে না।
বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট দূর্ঘটনায় পরার ঝুকি থাকে বেশী।ঝুকিপূর্ণ এই গর্তগুলো সমাধান করতে সর্বোচ্ছ সময় প্রয়োজন ৪-৭ দিন এবং খরচও খুবই নগণ্য তারপরও কতৃপক্ষের এমন উদাসীনতা সত্যিই লজ্জাজনক।
বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগে এই ঝুকিপূর্ণ স্থানগুলো মেরামত করার দাবী জানিয়েছ এই রাস্তায় চলাচলরত রাজধানী বাসীরা।