মোহাম্মদ ইকবাল হোসাঈন : চলতি মাসেই সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ সম্মেলন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেকেই। পুরাতন আর নতুনদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাদ্বিক প্রার্থীর নাম উঠে আসছে সমর্থকদের মুখে। সাধারন সম্পাদক পদে আলোচনায় আছেন ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।
দুঃসময়ের ত্যাগী ও আওয়ামীলীগের জন্য নিবেদিত এই নেতাকে নিয়ে গুঞ্জন রয়েছে উপজেলার তৃণমূল পর্যায়ে। তাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হলে উপকৃত হবেন তৃণমূল আওয়ামীলীগ। তিনিই ভালো ভাবে নেতাকর্মীদের মাঝে সঠিক নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে পারবেন এমনটাই আশা বঞ্চিত আওয়ামীলীগ নেতাকর্মীদের।
উপজেলা আওয়ামীলীগের একাদ্বিক নেতা জানান, রবিউজ্জামান বাবু দলের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি বিএনপি শাসনামলে দলের হাল ধরেছেন। নেতাকর্মীদের নিয়মিত খোঁজ- খবর নিয়েছেন। এবং সকল প্রকার সহযোগিতা করেছেন। বর্তমানে উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত রয়েছে। তবে, শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আধুনিক ভাবে তিনিই দলকে সুন্দর ভাবে সাজিয়ে পূর্বের তুলনায় যথেষ্ট সুসংগঠিত করতে পারবেন। তাই রবিউজ্জামান বাবুকে সাধারন সম্পাদক নির্বাচিত করার জন্য তারা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সহ জেলা আওয়ামীলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন।
রবিউজ্জামান বাবু সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের রাজ্জাক আলী মুহুরী বাড়ীর (প্রকাশ, হোসেন মেম্বার বাড়ী) সাবেক যুগ্ন সচিব বদিউজ্জামানের ছেলে। তিনি বর্তমানে, ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সদস্য, এবং তিনি সোনাগাজী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন।জেলা যুবলীগের সদস্য, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের ভিপি, নিজামপুর কলেজের এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি সমাজ সেবায় ব্যাপক ভূমিকা রাখছেন। তিনি মতিগঞ্জ শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা, শেখ কামাল-জামাল- রাসেল স্মৃতি সংসদের আহ্বায়ক,মতিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজ গভর্ণিং বোর্ডের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করছেন।
রবিউজ্জামান বাবু এই প্রতিবেদক কে জানান, আমার উপজেলার নেতাকর্মীরা চাইলে আমি সাধারন সম্পাদক পদে প্রার্থী হবো। আর ফেনী জেলা আওয়ামীলীগের কান্ডারী জননেতা নিজাম উদ্দিন হাজারী যদি আমাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার সুযোগ দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো।
তিনি উপজেলার তৃনমূল নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন।