মো.শরিয়ত উল্যাহ রিফাত : সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ (২৬শে জুলাই) মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.ইসমাইলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা.মাহফুজ আলম মিয়াজীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হক লিটন, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য নাসির উদ্দিন বাহার , উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন জসিম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া,
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন,মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির,জেলা পরিষদের সদস্য আরিফ ভূঞা,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মীর এমরান,মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহিন, সাধারন সম্পাদক ইকরামুল হক সোহেল, প্রমুখ।
সম্মেলনে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নাম উত্থাপনের আহবান জানানো সভাপতি পদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে মো.ইসমাইল হোসেন সহ চার জন এবং সাধারন সম্পাদক পদে ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক গোলাম সরোয়ার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম ফেরদাউস রাসেলসহ সাত জন প্রার্থী হিসেবে সিভি জমা দেন।
কমিটির বিষয়টি তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সিদ্ধান্তের উপর ছেড়ে দেন।