সোনাগাজী প্রতিনিধিঃ- সোনাগাজীতে
অত্যান্ত মনোরম পরিবেশে বাহারি আইটেমের খাবারের সমাহার যাত্রা শুরু করলো হাজির মিষ্টি মেলা। বুধবার(৩১জুলাই) সকালে সোনাগাজী পৌরশহরের জিরোপয়েন্ট সংলগ্ন আল আমিন মার্কেটের নিচ তলায় হাজির মিষ্টি মেলার পৌর শাখার উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এসময় তিনি হাজীর মিষ্টি মেলার সফলতা কামনা করে বলেন,আশা করছি হাজীর মিষ্টি মেলা অতীতের মত গুণগত মান ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে।
উদ্বোধন কালে হাজীর মিষ্টি মেলার সোনাগাজী পৌর শাখা পরিদর্শন করেন সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিন,মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.রবিউজ্জামান বাবু,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির,বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন,জনতা ব্যাংকের ম্যানেজার ফজলুল হক, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার তরিক আহমেদ, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার নজরুল আহমেদ,
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা নূরনবী, মার্কেট মালিক গিয়াস উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন ও মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহীন প্রমুখ।
হাজীর মিষ্টি মেলার পরিচালক মো. রিয়াদ জানান, এখানে সোনাগাজীর বিখ্যাত মিষ্টি ‘হাজীর মিষ্টির’ পাশাপাশি সকল প্রকার ফাস্ট ফুড খাবারও পাওয়া যাবে। তিনি আরো জানান, এমন মানসম্মত রেস্টুরেন্ট ফাস্টফুড প্রতিষ্ঠানটি সবাইকে অাকৃষ্ট করবে এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই রেস্টুরেন্ট ফাস্টফুড প্রতিষ্ঠানটিতে মানসম্মত বাহারি স্বাদের সব খাবার সূলভ মূল্যে পাওয়া যাবে।