সোনাগাজী প্রতিনিধি :- সোনাগাজীর বগাদানায় নদনা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভূক্তভোগী গৃহবধু। অভিযুক্তরা হলেন, বগাদানা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রকাশ (শাকিল) ও সদ্য ঘোষিত (আংশিক) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আবিদ আরাফাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত ১০ টার সময় গুমানোর জন্য তার শোয়ার কক্ষে গেলে বিদ্যুৎ না থাকার সুযোগে যুবলীগ নেতা শাকিল ও ছাত্রলীগ নেতা আরাফাত ঘরে ঢুকে ওই গৃহবধু শাহানাজ আক্তারকে পরিকল্পিত ভাবে অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে ও শ্রীলতা হানী করে। এ সময় গৃহবধূ শাহনাজ শোর চিৎকারে বাড়ীর বাসিন্দা বিবি ফাতেমা, ইমরান হোসেন, নাছিমা আক্তার সহ বাড়ীর লোকজন এগিয়ে এলে যুবলীগ নেতা শাকিল ও ছাত্রলীগ নেতা আরাফাত পালিয়ে যায়। এর পর থেকে বাদীনিকে আসামীরা নানা ভাবে হুমকি দমকি দিতে থাকে।
গত সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন আদালতে ভুক্তভোগী শাহানাজ ধর্ষন চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন । বাদীনির আইনজীবী এড. সাইফুল ইসলাম জানান, আদালত মামলাটি গ্রহন করে পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।