নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী সদরের দৌলতপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক জহিরুল ইসলাম রাজু’র পরিবারের উদ্যোগে গ্রামের ৫০ পরিবারকে রমজানের জন্য নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করেন।
২৪ এপ্রিল সকালে সাংবাদিক জহিরুল ইসলাম রাজু উত্তর দৌলতপুরস্থ ‘হাজী শামসুল হক পাটোয়ারী বাড়ি’ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিক জহিরুল ইসলাম রাজু জানান, প্রতিবছরই আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষদের রমজানে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। এ বছরও তার ব্যতিক্রম নয়। প্রাথমিক পর্যায়ে আজ আমাদের বাড়ির আশেপাশের ৫০ পরিবারকে আমার পরিবারের উদ্যোগে ইফতার সামগ্রী প্রদান করেছি। রমজানের মধ্যেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম রাজু ফেনীর উত্তরাঞ্চলের জনপ্রিয় অনলাইন পোর্টাল www.FulgaziNews.com এর সম্পাদনা করে আসছেন, পাশাপাশি ফুলগাজী প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।