শহর প্রতিনিধি : আগামী ২৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ফেনী জেলা আওয়ামীলীগ। রবিবার (২০ অক্টোবর) রাত ৮ ঘটিকায় শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তিনি সাংবাদিকদের বলেন গত সম্মেলনে আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন আপনাদের লেখনির মাধ্যমে,এবারের সম্মেলনেও আপনাদের সহযোগিতা কামনা করি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কিনা,তার জবাবে বলেন জয়নাল হাজারীকে মাননীয় প্রধানমন্ত্রী কোন সদস্য পদ দেয় নাই এটি ছিলো তার ব্যক্তিগত গুজব।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জামান,সহ-সভাপতি ইফতেখার আহমেদ,সহ-সভাপতি এডভোকেট পিবি হাফেজ আহম্মদ সহ সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক বৃন্দ।