এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিন তিন বারের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুু বক্কর সিদ্দীক চৌধুরী ( মানিক) (৭০)আর নেই।
দীর্ঘদিন রোগ ভোগের পর আজ ২১ আগস্ট বুধবার সকাল পৌনে ১০ টায় ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেন।( ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
আজ বাদ আছর নিজ বাড়ীর দরজায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর ছোট ভাই নুরুল আলম চৌধুরী (মিয়া) জানান তাঁর ভাই দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।