নিউজ ডেস্কঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আবারো সিসিইউতে নেয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকালে বুকে তীব্র ব্যথা অনূভব হলে পরীক্ষা নিরীক্ষা করে তার হৃৎস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে সম্রাট গভীর পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তার পরিবারের একাধিক সদস্য।
সম্রাটের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়। এরপর রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিসিইউতে নেয়া হয়।বর্তমানে তার হৃৎস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। এসব নিয়ন্ত্রণে কাজ করছেন ডাক্তাররা।
সম্রাটের পরিবারের দাবি, আজ থেকে প্রায় ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারী ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। দীর্ঘদিন বন্দী থাকায় উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন যুবলীগের এই নেতা।