সাজ্জাদ হোসেনঃ ৬ জুন বৃহস্পতিবার সকালে রৌশনাবাদ একাডেমি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পূর্ণমিলনী প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌশনাবাদ একাডেমির অধ্যক্ষ করিম উল্লাহ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল বারিক, পরিচালনা পরিষদের সহ সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জাকারিয়া ভূঞাঁ সহ সকল শিক্ষক শিক্ষিকা সহ প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অতীত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এবং সকলে বিদ্যালয়ের উন্নতি এবং উৎকর্ষ স্থাপনের জন্য ঐক্যমত পোষন করেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সমৃদ্ধির পথে ভাগীদার হওয়ার জন্য সকলকে আহবান জানান।
পরিচালনা পরিষদের সভাপতি আবদুল বারিক বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে ঈদের শুভেচ্ছা জানান,এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।