কবির আহমেদ নাছির : ফেনী রেলষ্টেশন সংলগ্ন হকার্স মার্কেটের পিছনে রেলনাইনের উপর থেকে সোমবার (২২ এপ্রিল) মো আলি হোসেন (৫০) এর লাশ উদ্বার করেছে ফেনী রেলওয়ে পুলিশ।
ছবি: সংগৃহীত।
তার পকেট থেকে একটি চিরকুট উদ্বার করা হয়েছে। রোগের যন্ত্রনায় সইতে না পেরে সে আত্বহত্যা করেছে বলে চিরকুটে লেখা রয়েছে।
নিহত আলি হোসেনের বাড়ী ফেনীর পরশুরাম উপজেলার পুর্বসাহেব নগর গ্রামে, সে ধলু মিয়ার ছেলে।জানা যায় ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে সকালে বাড়ী থেকে বেড়ীয়ে যান।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই হারুন উর রশিদ জানান সোমবার সকাল পৌনে ১০টার দিকে তার ট্রেনে কাটা লাশ উদ্বার করা হয়েছে ।
ধারনা করা হচ্ছে চাঁদপুর গ্রামী সাগরিকা ট্রেনের ধাক্কায় আলি হোসেন নিহত হয়েছেন।