এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফী কে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত ব্যানারে মানববন্ধন করেছে ছাগলনাইয়া উপজেলা জাসদ ছাত্রলীগ।
শুক্রবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আলমাস হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী -১ আসনের সাংসদ শিরীন আখতার। কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আমিনুল ইসলাম নুরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী,পরশুরাম উপজেলা জাসদের সহ- সভাপতি মোশাররফ হোসেন,ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শেখ কামাল,( ইত্তেফাক),জাকের হায়দার সুমন( সমকাল),এবিএম নিজাম উদ্দীন( নয়া পয়গাম)।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু,সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন ভূঁইয়া,অর্থ সম্পাদক রেজাউল করিম সোহাগ,দপ্তর সম্পাদক ছলিম উল্ল্যাহ ভূঁইয়া,পৌর জাসদ ছাত্রলীগের আহবায়ক অলি উল্ল্যাহ ভূঁইয়া ফাহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।