নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল একমাস যাবত করোনা দুর্যোগে অসহায়, হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রীর যোগান দিয়ে যাচ্ছেন। সরকারি-বেসরকারি ও পৌরসভার উদ্যোগে বিভিন্নভাবে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছেন।
ব্যক্তিগতভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে গত একমাস যাবত প্রতিদিন রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন গ্রামে ঘরে ঘরে সহযোগিতার উপহার পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। প্রতিনিয়ত তার এই উদ্যোগের সহযোগিতা পাচ্ছেন এলাকার অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার। শুধু পৌরসভার এলাকার মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ নয়, পুরো উপজেলাজুড়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা জমির উদ্দিন ভাবন জানান, গত ১মাস ধরে প্রতিরাতে এভাবে অভিরাম ছুটে চলছি, কিন্তু তারা ক্লান্ত নই, দেশের সকল দুর্যোগ ছাত্রলীগ পাশে ছিল এই করো না দুর্যোগেও আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি এজন্য আমাদের সহযোগিতা করছেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী আমরা প্রতিদিন প্রায় ৫০ পরিবারকে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি ।
আবদুল আহাদ জানান, সময়ের এক ফোড়,অসময়ের দশ ফোড়, বিশ্বব্যাপী মহাসংকটের ন্যায় কর্মহীন গৃহবন্দি পরশুরাম বাসী এখন ভয়াবহ দু:সময়ের দিন পার করছে। মানুষের পাশে দাঁড়ানোর এখনইতো সময়। তাইতো পৌরএলাকা, ইউনিয়ন এবং গ্রামে গ্রামে মুক্তিযোদ্বা, বয়োবৃদ্ব, হতদরিদ্র, কর্মহীন গৃহবন্দী পরিবারের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছেন।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান, আমার ব্যক্তিগত ফোন নাম্বারে এবং আমাদের হট লাইন নাম্বারে প্রতিনিয়ত মানুষ ফোন করছে সহযোগিতা চাচ্ছে। এর মধ্যে অনেকেই মধ্যবিত্ত পরিবারের কেউ দরিদ্র অসহায়, কর্মহীন। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সবার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে ততদিন আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে ।