নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে অনেক জায়গায় লকডাউন করা হয়েছে। ফেনীর বেশিরভাগ এলাকা এর আওতায় রয়েছে। এর মধ্যে সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর এদের কাজ বন্ধ রয়েছে এবং আয়ের উৎস বন্ধ রয়েছে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর বিপদে পড়েছে। দিনমজুর, হতদরিদ্র, হতদরিদ্র ও কর্মহীন মানুষদের জন্য সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বিভিন্নজন সহযোগিতা করে আসছেন।
মধ্যবিত্ত পরিবারের জন্য (যারা ক্যামেরার সামনে আসতে চান না ওসব সহযোগিতা পাওয়ার জন্য কাউকে লজ্জায় বলতে পারছেন না এমন মানুষদের জন্যই) রাতের অন্ধকারে গত একমাস যাবত ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার।
হারুন মজুমদার জানান, আমার মোবাইলে বিভিন্নজন এসএমএস করে, মেসেঞ্জারে মেসেজ করে এবং কল দিয়ে অনেকেই সহযোগিতা চেয়েছেন। যারা লজ্জায় বিভিন্ন জায়গায় ত্রান নিতে পারছেন না। আমি আনন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। শুধু ফুলগাজী উপজেলায় নয় আমি ইতিমধ্যে পরশুরাম এলাকায়ও খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিয়েছি।
তিনি আরো জানান, মধ্যবিত্ত অনেক পরিবারের ব্যক্তিরা লোকলজ্জার ভয়ে তাদের কষ্টের কথা কাউকে বলতে পারছেন না। তারাই আমাকে ফোন দিচ্ছেন আমি তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীসহ নগদ টাকা দিয়ে সহযোগিতা করছি। আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।
নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সব উপহার পৌঁছে দেওয়ার এমন মানবিক কার্যক্রমে পরিশ্রম করছেন আনন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফারুক হোসেন বাপ্পি, যুগ্ম আহবায়ক আরমান হোসেন মিয়াজী, বাপ্পা ভূঁইয়া, ফয়সাল ও রিফাতসহ বেশ কয়েকজন নেতাকর্মী।