বিশেষ প্রতিনিধি : ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
২২ জানুয়ারি বুধবার বিকালে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ফুলগাজী নিউজ ডটকম’কে মুঠোফোনে জানান, সম্রাট অবস্থা এখন খুবই খারাপ। তার বুকের ব্যথা অনেক বেড়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ডাক্তাররা তাকে আইসিইউতে স্থানান্তর করেছেন। তিনি আরো বলেন, অবস্থা এমন হয়েছে যে সকালে একটু ভালো থাকলে বিকালে আবার খারাপ হয়ে যাচ্ছে শারীর। উনি একজন ওপেন হার্ট সার্জারি রোগী। অসুস্থতার জন্য তিনি সচরাচর জোরে হাঁটতে পারতেন না, দৌড়াতে পারতেন না। সামান্য জিনিসও উপরে তুলতে পারতেন না এবং এসব বিষয়গুলো ডাক্তারও নিষেধ করেছিলেন তাকে। বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনীর এমন পরিস্থিতিতে তার শরীরের আরো বেশি অবনতি হচ্ছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কারণ তার শরীরে এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
বিশেষজ্ঞ ডাক্তার মতামত দিয়েছেন, যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া প্রয়োজন অন্যথায় সম্রাট এর শারীরিক অবস্থা অবনতি হবে।
এই অবস্থায় সম্রাটের স্ত্রী অসহায় হয়ে দেশবাসীর কাছে সম্রাটের সুস্থতায় দোয়া চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, সম্রাট আপনার দুর্দিনের জীবন বাজি রাখা পরীক্ষিত কর্মী। আপনার কাছে তার সম্পর্কে হয়তো কেউ ভুল তথ্য দিয়েছেন এবং আঞ্জুমান মফিদুলে চাঁদা চাওয়ার বিষয়টি একটি ষড়যন্ত্র। বিষয়গুলো আপনি অধিক তদন্ত করে সম্রাট কে ক্ষমা করে দিবেন এবং অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। সম্রাটের চিকিৎসা ও সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাট কে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী।
উল্লেখ্য, যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হয় পুলিশের হাতে। পরে তার অফিসে ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পরদিনই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা করা হয়।