সোনাগাজী প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.হোসেন টিপুর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মতিগঞ্জ ইউপির
সমবায় বাজারের শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.ইসমাইল হোসেন,মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.হোসেন টিপু,ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন ফাহাদসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহম্মদ।
এছাড়াও যুবলীগ নেতা মো.হোসেন টিপুর সার্বিক তত্ত্ববধানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।