ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজীতে ৫১ পিস ইয়াবাসহ ৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ মাঈন উদ্দিনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
১৭ নভেম্বর বুধবার পুরাতন মুন্সিরহাটের উত্তর শ্রীপুর এলাকার রেলওয়ে কলোনি থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলায় ১ বছর জেল খেটে ১৫ দিন আগেই বের হয়েছেন মাদক ব্যবসায়ী মোঃ মাঈন উদ্দিন। জেল থেকে বের হওয়ার ১৫ দিনের মাথায় আবারও ৫১ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার হলেন।
জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ছাগলনাইয়া উপজেলার নিজ পানুয়া গ্রামের মোঃ শামসুল হক প্রকাশ ওবায়দুল হক ও মৃত রেহেনা বেগমের ছেলে। মাদক ব্যবসায়ীর সুবিধার্থে সে উত্তর শ্রীপুর এলাকার বাইন্না পুকুরপাড়ের রেলওয়ে কলোনির শ্বশুর বাড়িতে বসবাস করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামি মাঈন উদ্দিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাত্র ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, এসেই আবারও মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়েছে। ৫১ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।