সাজ্জাদ হোসেন রাকিবঃ-ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাটের দেবপুর আলী মজুমদার জামে মসজিদ ও বক্তারহাটের সর্বস্তরের তৌহিদি জনতা। শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলা উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাট বাজার থেকে মিছিল শুরু হয়ে চাঁদগাজী বাজার প্রদক্ষিণ করে আবার বক্তারহাট আসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয় দেবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল হালিমসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন৷
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন-ফ্রান্সের প্রধানমন্ত্রী আমার মহানবী (সা.) কে নিয়ে যে অবমাননা করেছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশে সরকারকে অনুরোধ করবো ফ্রান্সের সকল পন্য বর্জন করার জন্য ।
তথ্যসুত্রে, গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এ সম্পর্কে পুলিশ জানায়, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। তার পর তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। সাড়ে পাঁচ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।