সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। যারা সমাজ তথা রাষ্ট্রের অসঙ্গতি সহ যে কোন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত এবং অন্যায়ের সাথে আপোষহীন।
অথচ বর্তমান সময়ে কিছু সাংবাদিক সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় লিপ্ত হয়ে এই মহান পেশাটিকে কলুষিত করে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পেশাদারিত্ব বজায় না রেখেই নিজেদের ইচ্ছেমত স্বার্থসিদ্ধি করে যাচ্ছে। সকল অন্যায় কাজে জড়িত হচ্ছে আর তৈলমর্দনকারী হিসেবে নির্লজ্জভাবে জাতির সামনে পরিচয় প্রকাশিত হচ্ছে।
অন্যায় কে অন্যায় হিসেবে তুলে ধরুন, নিজের স্বার্থে অন্যোয় কে ন্যায় বানিয়ে জনসাধারণ কে ভুল তথ্য দিবেন না।
নিজেকে অনেক বড় সাংবাদিক বানিয়ে মানুষকে বিপদে পেলে চাঁদা আদায় থেকে বিরত থাকুন।
এই মহান পেশাটির প্রতি মানুষের যে সম্মান আস্থা আর বিশ্বাস রয়েছে তা আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য কলুষিত করার কোন অধিকার নাই। আপনি পেশাদারিত্ব বজায় না রাখতে পারলে অন্যদিকে মনোনিবেশ করুন।
আপনাদের জন্যেই আজ সাধারন মানুষ সাংবাদিক কে “সাংঘাতিক” বলেই অবহিত করছে। অনেকেই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছে। তাই অনুরোধ রইলো ব্যাক্তিস্বার্থে আপনি এই পেশাটার অবমাননা করবেন না।
(চলমান…
মোঃ জহিরুল ইসলাম রাজু
প্রকাশক ও সম্পাদকঃ
www.FulgaziNews.com