সদাহাস্যজ্বল, সদালাপী আবছার হুজুরের জন্য সাহায্যের আবেদন। নাম নুরুল আবছার (আবছার হুজুর) সহায়-সম্বলহীন অসহায় ব্যক্তিটি মূত্রনালী সংক্রমণ (Urinary tract infection) রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডাক্তারের ভাষ্যমতে উনার চিকিৎসার জন্য প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন। তাই বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন করছে।
উল্লেখ্য যে, আবছার হুজুর জন্মগতভাবে ছাগলনাইয়া উপজেলার মটুয়া গ্রামের হলেও ফুলগাজীতে একটি কিন্ডারগার্টেনে আরবি শিক্ষক হিসাবে কর্মরত হওয়ায় অসংখ্য ছাত্র/ছাত্রী ও সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেয়।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ নুরুল আবছার সঞ্চয়ী হিসাব নং ৪০০৫১০০০০৪১৪৬
সোনালী ব্যাংক, ফুলগাজী শাখা।
বিকাশ নাম্বার- ০১৮১৪-৭৬৬০১২ (এনাম)
০১৮২৫-২১৬৩৩০ (নুরুল আবছার)