এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
গত ১২ জুলাই শুক্রবার সকালে শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।২নং ওয়ার্ডের সাবেক সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।সম্মেলনের উদ্বোধন করেন শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হুদা সরোয়ার হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী,প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছু উদ্দীন বুলু মজুমদার, যুগ্মসাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী,শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান মজনু,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মামুন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য ফজলুর রহমান সজিব ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।