সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের স্বনামধন্য সংগঠণ বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টেরে ৭ম (২০২০)৮ম(২০২১) আসরে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকালে ১ টি এবং বিকালে ১টি বক্তারহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা।
বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র সভাপতি শরিফুল ইসলাম শিশিরে’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি কাজী নূরুল আলাম,বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হালিম,মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নূরুল আলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম,মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,বক্তারহাট বাজারে’র বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মজুমদার, উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইব্রাহিম ঈদুল হাসান,ইমরান হাসান,আনোয়ার হোসেন প্রমুখ।
সকালে খেলা হয় BKS T 10 ক্রিকেট টুর্ণামেন্টে ৭ম আসর ২০২০ ইং এর ফাইনাল খেলায় মোকাবেলা করেন
ক্রিকেট গ্যাং ফেনী বনাম ইমেজিং ওয়ানিওর মনুরহাট।
এতে ক্রিকেট গ্যাং ফেনী ৪ উইকেটে জয়লাভ করে।
দিনের ২য় ফাইনাল তথা
BKS 40 বল ক্রিকেট টুর্ণামেন্টে ৮ম আসর ২০২১ ইং এর ফাইনাল খেলায় মোকাবেলা করেন BCB বাঁশপাড়া বনাম ভিপি আজাদ হিছাচরা। এতে BCB বাঁসপাড়া 33 রানে জয়লাভ করে।
উক্ত খেলায় সঞ্চালনা করেন বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র উপদেষ্টা আ.জ.ম মনসুর রাসেল।