শহর প্রতিনিধি : ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৬ অক্টোবর শনিবার বিকেলে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম চৌধুরী, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটাভুটিতে অ্যাডভোকেট আকরামুজ্জামানকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফের সাধারণ সম্পাদক নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।