শহর প্রতিনিধি : ফেনী জেনারেল হাসপাতালের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু হাসপাতালটিতে তীব্র পানি সংকট। বেশ কিছুদিন ধরেই এ অবস্থা চলমান থাকলেও সমাধানের কার্যকর পদক্ষেপ নেই। এতে করে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌছেছে।
হাপসাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর পরিমাণ শয্যার দ্বিগুন হওয়ায় চিকিৎসা নিচ্ছেন মেঝে-করিডোরেও।
২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে গতকাল শুক্রবারও রোগী ভর্তি ছিলো ৫শ ৫৩ জন। শিশু, মেডিসিন, ডায়রিয়া, ডেলিভারি, সার্জারি, গাইনি ওয়ার্ডে শয্যার বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫ জন। সূত্র আরো জানায়, এখনো ২৮ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ৩শ ৫৯ জন। এর মধ্যে ৫২ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২শ ৭৯ জন।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, এখানে ৫টি টিউবওয়েল থাকলেও সবগুলো অকেজো পড়ে আছে। একটি ডায়রিয়া ওয়ার্ডের সামনে, ডায়রিয়া ওয়ার্ডের পাশে, মর্গের সামনে, নতুন ভবনের প্রবেশপথে ডান পাশে, অপরটি নতুন ভবনের পেছনে। খাবার পানি সংকট থাকায় রোগীর স্বজনরা বাইরের দোকান থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এতে হয়রানির পাশাপাশি অতিরিক্ত অর্থও গুনছেন তারা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের ফেনীর সময় কে জানান, হাসপাতালের টিউবওয়েলের সমস্যা দীর্ঘদিনের। দূর্ভোগ কমাতে পৌরসভার পক্ষ থেকে একটি টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত এটি স্থাপন করা হবে বলে তার আশাবাদ।