মুহাম্মাদ দুলাল তালুকদার : ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয়েছে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র এটি হাসপাতালের একটি বিশেষায়িত বিভাগ। এখানে জটিল রোগীর চিকিৎসা করা হয়।
আমাদের শরীরে অনেক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে, যেমন—কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, মস্তিষ্ক। এর মধ্যে হার্ট ও ফুসফুসের তুলনা হয় না। তার মধ্যে কিডনি, লিভারও রয়েছে। কোনো কারণে যদি এই অঙ্গগুলো বিকল হয়ে যায়, কাজ করতে না পারে, তখন বিশেষ যন্ত্রের সহযোগিতায় আমরা ওই অঙ্গগুলো সচল করতে পারি। সচল করার জন্য ওই রোগীদের সাধারণ ওয়ার্ডে রাখা সম্ভব নয়। তখন তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
২১ জুন রাত আটটার সময় ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিউ ও সিসিইউ ইউনিটে গিয়ে দেখা যায় সেখানকার দায়িত্বরত গার্ডের সাথে তর্কে লিপ্ত রোগীর এক স্বজন। সামনে গিয়ে ব্যাপারটি জানতে চেয়ে দেখলাম ওই গার্ড তাকে জুতা নিয়ে বেতরে প্রবেশ করতে নিষেধ করেছে তাই সে তর্ক করছেন তিনি জুতা নিয়েই বেতরে যাবেন।
সেখানকার দায়িত্বরত নার্সের অনুমতির নিয়ে বেতরে প্রবেশ করতেই দেখা গেলো কিছু রোগীর স্বজনরা গল্প করছেন। সবাই বেতরে জুতা নিয়েই প্রবেশ করেছে। সিসিইউতে গিয়ে দেখা গেলো এক রোগী তার মুখের অক্সিজেন খুলে আম খাচ্ছেন। কিন্তু অক্সিজেন বন্ধ না করার কারনে অপচয় হচ্ছিল অতি মূল্যবান অক্সিজেন।
ফেনীবাসির দীর্ঘদিনের প্রত্যাশিত আইসিউ সিসিইউ চালু হয়েছে কিন্তু আমরা কি তার সঠিক ব্যাবহার করতে পারছি? এটি ব্যাবহারে রোগী ও স্বজনদের আরো দায়িত্বশীল হওয়া উচিত নয় কি?