মোহাম্মদ দুলাল তালুকদার : ফেনীর সোনাগাজীর চর থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ ফেনীর কাজীরবাগ ইকো-পার্কে অবমুক্ত করার সময় মারা গেছেন।
২১ মে মঙ্গলবার ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় লোকালয়ে চলে আসে একটি চিত্রা হরিণ। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করে হরিণটি মোহাম্মদপুর এলাকায় লোকালয়ে চলে আসে।এ সময় স্থানীয় লোকজন হরিণটিকে ধাওয়া দিয়ে আটক করার চেষ্টা করে।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় হরিণটিকে একনজর দেখতে শত শত উৎসুক জনতা থানায় ভিড় জমায়।
উদ্ধার করা চিত্রা হরিণটিকে বেলা আড়াইটার দিকে সোনাগাজী উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে পুলিশ। তাঁরা হরিণটিকে ফেনী জেলার কাজীরবাগ ইকো-পার্কে অবমুক্ত করার কথা ছিল। সেই জন্য তারা একটি গাড়িতে হরিনটিকে ফেনী নিয়ে আসেন।
খবর পেয়ে আমি ও ডিবিসি টেলিভিশনের সাংবাদিক শ্রদ্ধেয় মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ভাইসহ ফেনী থেকে বন বিভাগের চিত্রা হরিণ বহনকারী গাড়িতে পশু হাসপাতালে যাই তখন সময় বিকেল ৪টা।তৎসময় সেখানে কোন পশু চিকিৎসক বা সহকারি না থাকায় বাধ্য হয়ে হরিণটিকে কাজীরবাগ ইকো-পার্কে নিয়ে যাওয়া হয়।অবমুক্ত করার ৫ মিনিটের মধ্যেই মারা যায় হরিনটি। যথা সময়ে পশু হাসপাতালে ডাক্তার পাওয়া গেলে হয়ত হরিণটিকে বাঁচানো যেত।
পশু হাসপালে কি হরিণটির চিকিৎসা দেয়া যেতো না??
সে সময় পশু হাসপাতালের ডাক্তারাই বা কোথায় ছিল??
বন কর্মকর্তারা বলছেন, পরিবেশ ও জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং বন্য প্রাণী সংরক্ষণের জন্য উপকূলীয় এলাকায় সামাজিক বনায়ন উজাড় না করে বৃদ্ধি করা দরকার। মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজ চলার কারণে চরাঞ্চল এলাকায় কেওড়া বনসহ কয়েকটি জঙ্গলের গাছ কেটে ফেলায় আশ্রয়ের জন্য দিশেহারা হয়ে হরিণটি ওই সব বন থেকে লোকালয়ে চলে আসতে পারে বলে তারা ধারণা করেন।এর আগেও আরও কয়েকটি বন্য প্রাণী চরাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে বলেও তারা জানান।