নিজস্ব প্রতিবেদক : সোনাগাজী মডেল থানায় এক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। পুলিশের মধ্যস্থতায় দুই পরিবারের সম্মতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার রাতে পৌরসভার কাজী ডেকে থানার সার্ভিস ডেলিভারি সেন্টার কক্ষে রেজিস্ট্রি ও বিয়ে পড়ায় পুলিশ।
পুলিশ ও বিয়েতে উপস্থিত লোকজন জানান, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দশআনি এলাকার আবুল বাশারের মেয়ে বিলকিছ আক্তারের (২০) সঙ্গে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগপুর এলাকার নুর নবীর ছেলে ইয়াকুবুর রহমানের (২৬) মোবাইল ফোনে পরিচয় ঘটে। ইয়াকুব প্রবাসে থাকেন।
প্রায় আড়াই বছর ধরে মুঠোফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে। কয়েক মাস আগে ইয়াকুব দেশে ফেরেন। সম্প্রতি বিয়ের প্রস্তাব নিয়ে তিনি বিলকিছের বাড়িতে যান। কিন্তু বিলকিছের পরিবার জানায় ইয়াকুবের আচরণ তাদের পছন্দ হয়নি। ফলে বিলকিছের মা বিয়েরে প্রস্তাব নাকচ করে ইয়াকুবকে চলে যেতে বলেন। এতে ইয়াকুব ক্ষিপ্ত হন। এই ক্ষোভের জের ধরে তিনি বিলকিছকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করে মেয়েটির পরিবার। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ালে একপর্যায়ে উভয় পরিবার বিয়েতে রাজি হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিয়ের পর মেয়েকে ছেলের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’