সাজ্জাদ হোসেন : ছাগলনাইয়া থানার এসআই মোঃআলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ১৭ মে ভোর সোয়া ৫ টা সময় ছাগলনাইয়া থানাধীন চম্পকনগর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
আটককৃত আসামীরা হলেন ফেনীর সোনাগাজীর দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আমিনুল হকের নতুন বাড়ীর আমিন উল্যার ছেলে মোঃআবুল কাশেম (৪৬) ও একই উপজেলার পূর্ব চর চান্দিয়া গ্রামের কামাল উদ্দিনের বাড়ীর মৃত কামাল উদ্দিন প্রকাশ ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃরাসেল (২৩)।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, আসামী আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন থানা অস্ত্র ও মাদক সহ একাধীক মামলা বিজ্ঞ আদালতে তদন্ত ও বিচারাধীন আছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুশের্দ পিপিএম আসামী আবুল কাশেম ও মোঃ রাসেল কে আটকের সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানা আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।