নিজস্ব প্রতিবেদক : সোনাগাজীতে ৬টি চোরাই গরুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রাম থেকে ৬টি গরুসহ তাদের আটক করা হয়।
পুলিশ, গরু মালিক ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিনে উপজেলার চরখোয়াজ ও চরচান্দিয়া গ্রামের তিন ব্যক্তির গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি হয়। সোমবার রাতে গরুগুলো নিয়ে সংঘবদ্ধ চোরের দল চরচান্দিয়া গ্রামের মুজা মিয়া চৌকিদার বাড়ির আবদুল আজিজ রাসেলের ঘরে অবস্থান করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন (৫০), ছিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৮), আব্দুল মান্নানের ছেলে শাকিল (১৮), নুরুল আফসারের ছেলে রিফাত হোসেন (১৮) ও চর সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নুরুল আফসার (২৬) কে আটক করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে চরচান্দিয়া এলাকার আরিফ, শাকিল, রাসেল ও লিটন পালিয়ে গেছে। এ ঘটনায় একটি গরু মালিক জামাল উদ্দিন বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে ও ৪-৫জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।