জাবেদ হোসাইন মামুন : সোনাগাজীতে নবম শ্রেনির (১৫) এক স্কুল ছাত্রীকে চেতনানাশক স্প্রে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ উল্যাহ (৩২) নামে এক মোটর সাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আহত ছাত্রী ও স্কুল কর্তৃপক্ষ জানান,সোনাগাজী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী ও সুজাপুর গ্রামের মৃত নূর নবীর কন্যা মঙ্গলবার সকাল সাতটায় প্রাইভেট পড়তে জাবেদ চৌধুরী সড়কে গেলে দুই জন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে স্প্রে নিক্ষেপ করে।
ওই ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাসায় গিয়ে অচেতন হয়ে গেলে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রীর দেয়া তথ্যমতে গোল্ডলীফ সিগারেটের বিক্রয় সুপার ভাইজার ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্যাহ কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এ ব্যপারে ছাত্রীর চাচা নুর আলম বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, ফেনী সদর হাসাপাতালের চিকিৎসক ২৪ঘন্টা পর ছাত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেয়ার কথা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।