মোঃ হাবিবুল ইসলাম রিয়াদঃ সোনাগাজী উপজেলা আাওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মদিনে ৯২তম জম্মদিন পালন করা হয়। খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন সহ নানান আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকএড. রফিকুল ইসলাম খোকন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি শেখ ইসমাইল হোসেন, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, দপ্তর সম্পাদক সুলতান আহমদ, বন ও পরিবেশ সম্পাদক আকবর হোসেন, সদস্য মোহাম্মদ রফিক, পৌর শাখার সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, কাউন্সিলর আইয়ুব খান প্রমূখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।