বিশেষ প্রতিনিধিঃ- ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণে ২ ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন আবু তাহের (৭০) ও রুহুল আমিন (৭৫)। এদিকে জেলায় নতুন করে আরো ৫৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের (৭০) অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সোনাগাজী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এদিকে চরছান্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিন (৭৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধিন ছিলেন। বুধবার সেখানে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে এযাবৎকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫১২ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ৩ হাজার ৮৩৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৫২০ জন করোনা পজেটিভ রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন। বাকী ৫৩ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাব থেকে নতুন ভাবে ১৮৫ জনের করোনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে সংক্রমণ নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মাঝে ফেনী সদর উপজেলায় ২৯ জন, দাগনভূয়ায় ৩ জন, সোনাগাজীতে ৪ জন, ছাগলনাইয়ায় ৯ জন, পরশুরামে ১০ জন ও ফুলগাজীতে ১ জন রয়েছে। এছাড়াও বিদেশগামী এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ২১০ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে প্রেরণ করা হয়েছে।