শহর প্রতিনিধিঃ- ফেনী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নুরুল আবছার এর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানাযা পূর্বে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি
,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,সাবেক মেয়র হাজী আলা উদ্দিন,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,এনামুল হক ও নয়ন ভূঞা প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক,আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর ররহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ,জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকজন।
জানাযা পূর্ববর্তী বক্তরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং জানাযার নামাজ শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা।
এদিকে মরহুমের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপিসহ বিএনপি ও অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।