এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় তিন নাইজেরিয়ানকে আটক করেছে বিজিবি।
২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর আওতাধীন খেজুরিয়া বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর সন্নিকটে (শূন্য লাইনে) বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী নামক স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে SUNDAY EBONADI EDWIN (28), KINGSLEY CHINEDU NWAOKORIE, এবং LOTANNA SAMUEL ANAEKWE (34)।আটককৃত নাইজেরিয়ান নাগরিকদের নিকট ভারতীয় কোন প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এছাড়া ২নং নাইজেরিয়ান নাগরিকের কাছে মুল পাসপোর্ট পাওয়া যায়নি। আটককৃতদেরকে ফুলগাজী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় তের হাজার রুপি,ল্যাপটপ-০১টি, স্যামসং J7 মোবাইল-০১ টি, OPPO মোবাইল-০১ টি এবং আনুষাংগিক অন্যান্য ব্যবহার্য মালামাল পাওয়া যায়।
ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদুজ্জামান তিন নাইজেরিয়ানকে আটকের সত্যতা নিশ্চিত করেছে।