নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ই মার্চ (মঙ্গলবার) বিকালে ফেনী ফুড গার্ডেন রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান মনুসহ উপজেলার ছয়টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির ৭১ জন সদস্য উপস্থিত ছিলেন।