নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের হাজী মনির আহমদ ডিগ্রি কলেজের পাশে ইটভাটা শ্রমিক শাহাদাত হোসেন (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ২৮ অক্টোবর বুধবার সকাল সাতটার দিকে স্থানীয় এক ব্যক্তি কলেজ প্রাঙ্গণে দিকে গেলে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে ফুলগাজী থানা পুলিশকে ফোন করে।
পুলিশ জানায়, কলেজ ভবনের পাশেই একটি গাছের সাথে ইটভাটার শ্রমিক শাহাদাত হোসেন (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ইটভাটায় কাজের বিনিময়ে পরিশোধ করবে এমন চুক্তিতে অগ্রিম ১ লাখ ৩ হাজার টাকা নিয়েছিল মৃত ব্যক্তি। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ অথবা উক্ত টাকা পরিশোধ করতে ব্যর্থ হবে এমন চিন্তা করেও আত্মহত্যা করতে পারে।
জানা যায়, নিহত শফিকের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার সোনাপুর গ্রাম।
সোনাগাজীতে অবস্থানরত নিহত শফিকের ভাই মোঃ মিরাজ জানান, আমার ভাই ওমানে ছিল। সেখানে মানসিক সমস্যায় অসুস্থ হওয়ার কারণে বাংলাদেশ নিয়ে আসি। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়, তবে সুস্থ হওয়ার পরেও মানুষের সাথে সচরাচর কথা বলত না। সব সময় চুপচাপ থাকতো।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলী জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিক তদন্তে আত্মহত্যাই মনে হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।