নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
৯ ডিসেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেন, এসআই রাশেদুল হক ও এসআই মোঃ মোজাম্মেল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আমজাদহাট বাজার থেকে রুবেল দাস (২৮) কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার শাল্লা থানার কাশিপুর গ্রামের নিপেন্দ্র দাসের ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মঈন উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী রুবেল দাস সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ফেনী শহরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।