ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দঃ পৈথারা গ্রামে রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেল খামার মালিকের স্বপ্ন। ৩ জুন রাত ২ টায় রহস্যজনকভাবে স্বল্প উদ্দোক্তা রফিকের ৩ টি খামারে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খামার মালিক রফিক জানায়, রাত আনুমানিক ২ ঘটিকার সময় তার বসত ঘরের পাশে অবস্থিত গরু, দেশী মোরগ ও কবুতরের খামারে রহস্য জনকভাবে আগুন লেগে ৫টি গরু, দেশীর মোরগ ও কবুতর পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তার স্বপ্নকে ধূলিসাৎ করে পথের ভিখারি বানিয়ে ফেলে।
বিদ্যুতিক সর্ট সার্কিটে না কিভাবে আগুন লাগলো জানতে চাইলে কান্না জড়িত কন্ঠে রফিক জানায়, কিছুই বুঝে উঠার আগে চোখের সামনে জীবন্ত প্রাণীগুলো ছটপট করতে করতে নিস্তেজ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।