নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।
“শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস উপলক্ষে ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র্যালী ও ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, ফুলগাজী সরকারী কলেজের প্রভাষক রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল, ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেশকাতুর রহমান, দৈনিক সমকাল’র ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফুলগাজী নিউজ ডট কম’র সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাজু, আমাদের অর্থনীতির প্রতিনিধি মোঃ মোর্শেদ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।
১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘন্টার কাজের দাবীতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলীবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।
১৮৮৯ সালে ফরাসী বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক-এর প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।১৮৯১ সালের আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়।